পুলিশি হেফাজতে তিন আসামি এবং জব্দ করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

সাতক্ষীরা জেলা পুলিশের তৎপরতায় আন্তজেলা অজ্ঞান পার্টির হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি স্বর্ণের আংটি, ৯ হাজার টাকা, দুই বোতল গ্যাস ও এক বোতল চেতনানাশক তরল জব্দ করা হয়।

রোববার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম জানান, শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা, যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন অজ্ঞান পার্টির হোতা আবুল খায়ের মিস্ত্রি বাবু (৩৫) ও তাঁর স্ত্রী আয়েশা (২৯) এবং সাগর হোসেন (২৫)।

সংবাদ সম্মেলনে কথা বলছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ ভোরে দরজা ভেঙ্গে সাতক্ষীরা সদর থানা এলাকার একটি বাড়িতে ঢুকেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ সময় চেতনানাশক ওষুধ ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। এ ছাড়া গত ১৩ মার্চ রাতে সাতক্ষীরার আলিপুর কুলপোতা গ্রামে একই ধরনের ঘটনা ঘটে।

তিনি জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা, যশোর ও খুলনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।