পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুকের ছদ্মবেশে পলাতক ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশের হাতে।

গত রোববার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় আসামি মো. চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানা এলাকায়।

পুলিশ জানায়, উলিপুর থানাধীন একটি মন্দিরের মূর্তি ও মালপত্র চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা করা হয়। ২০১৫ সালে আসামি চাঁন মিয়াকে তিন বছরের সাজা দেন আদালত। কিন্তু সাজা থেকে বাঁচতে ৮ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, তিন বছরের সাজা থেকে বাঁচতে ৮ বছর ধরে ভিক্ষুকের ছদ্মবেশে পলাতক ছিলেন আসামি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।