সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আবারও জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খবর দ্য ডেইলি স্টারের।

সাকিবকে অধিনায়ক করার পাশাপাশি টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে।

সাকিব প্রথমবার টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ২০০৯ সালে। এই দায়িত্ব শেষবার তিনি পালন করেছিলেন ২০১৯ সালে।

এখন পর্যন্ত দুই মেয়াদে ১৪ টেস্টে অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব। তাঁর নেতৃত্বে ১১টি হারের বিপরীতে তিনটিতে জিতেছে বাংলাদেশ।