চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের হাতে আটক দুই চাঁদাবাজ। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এক নারী চাঁদাবাজসহ দুজনকে আটক করেছে।

জেলা পুলিশ জানায়, মো. কাশেম আলী (৬০) নামের এক ব্যক্তির সঙ্গে অজ্ঞাতনামা এক মেয়ের মুঠোফোনে পরিচয় হয়। ১৭ জানুয়ারি দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে ওই মেয়ের সঙ্গে দেখা হয় কাশেমের। ওই নারীর নাম মোছা. রেখা খাতুন (৩০)। এ সময় জানা যায়, রেখা সম্পর্কে কাশেমের নাতনি হয়। জরুরি কাজের কথা বলে নানাকে নিয়ে নাতনি নিজের বাড়ি যায়। সেখানে ঢোকামাত্র অজ্ঞাতনামা তিনজন এসে কাশেমের কাছে টাকা দাবি করে। এ সময় তাঁকে মারধর করে ৩ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায় ওই তিনজন। এ ঘটনায় কাশেম পুলিশে অভিযোগ করলে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা টিম।

একপর্যায়ে ইনভেস্টিগেশন টিম তিনজনকে শনাক্ত করে। এরপর রেখাসহ দুজনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।