ওয়েবিনারে অংশগ্রহণকারী নারী পুলিশ সদস্য ও আলোচকেরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সাইবার অপরাধ দিনে দিনে বাড়ছে। এ কারণেই এখন এ ধরনের অপরাধ থেকে সুরক্ষার উপায় ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানা এবং সচেতন থাকা অপেক্ষাকৃত বেশি জরুরি। বাংলাদেশ পুলিশের সদস্য, বিশেষত নারী পুলিশ সদস্যদের এ সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।

এ জন্যই ১৭ মে (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আয়োজন করা হয় ‘সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা’ শীর্ষক এক সচেতনতামূলক ওয়েবিনারের।

ওয়েবিনারে বক্তব্য দেন বিপিডব্লিউএনের সভাপতি ডিআইজি আমেনা বেগম বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

ওয়েবিনারে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি ডিআইজি আমেনা বেগম বিপিএম। সাইবার অপরাধ ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন এসবির বিশেষ পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স) এবং বিপিডব্লিউএনের উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহফুজা লিজা বিপিএম। ড্রেসরুল ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন লালমনিরহাটের পুলিশ সুপার এবং বিপিডব্লিউএনের রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোর সহসমন্বয়ক আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।

ওয়েবিনারে বাংলাদেশ পুলিশের সব রেঞ্জ, মেট্রোসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০০ নারী পুলিশ সদস্য অংশ নেন।