ডুমুরিয়া থানা-পুলিশের ব্রিফিং। ছবি: পুলিশ নিউজ

খুলনার ডুমুরিয়া থানা-পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয়েছেন চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে সর্বস্ব লুটকারী সংঘবদ্ধ চক্রের আট সদস্য।

ওই চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ও চোরাই মোটরসাইকেল।

পুলিশ জানায়, চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনায় ডুমুরিয়া থানায় দুটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে ডুমুরিয়া থানার কর্মকর্তারা কয়েক দিন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করেন চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেল।

ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, ‘খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুচিন্তিত, সুনিয়ন্ত্রিত এবং যুগোপযোগী দিক নির্দেশনায় উক্ত মামলা দুটির বিষয়ে একের পর এক সফল অভিযান পরিচালনা করা হয়। এর ফলে ডুমুরিয়া থানা এলাকাসহ বিভিন্ন জেলায় একাধিকবার অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সঙ্গে জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হন।’