রাজধানীর চারটি হাসপাতালে নতুন করে ১২৬টি ডায়ালাইসিস বেড স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মাননীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি : বাসস

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে ১৭ কোটির বেশি টিকা দিয়েছে বলে জানিয়েছেন মাননীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। খবর বাসসের।

রাজধানীর চারটি হাসপাতালে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নতুন করে ১২৬টি ডায়ালাইসিস বেড স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের সফলতার কারণেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ ১৭ কোটির বেশি মানুষ বা দেশের ৮৫ ভাগ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে এখন ১০ কোটির মতো ভ্যাকসিন আছে। এখনো অনেকেই ভ্যাকসিন নেননি বা নিতে চাচ্ছেন না। আমাদেরকে মনে রাখতে হবে যে, বর্তমানে কোভিডে যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের ৮৫ ভাগ মানুষই নন-ভ্যাকসিনেটেড। আক্রান্তদের মধ্যে নন-ভ্যাকসিনেটেড মানুষ শীর্ষে।’

তিনি বলেন, ‘দেশ কোভিড মোকাবিলায় এত ভালো করেছে চিকিৎসাসেবা ও সময়মতো ভ্যাকসিনেশন কাজ করার কারণেই। এ জন্য ভ্যাকসিন নিতে দেশের অবশিষ্ট মানুষদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম সভ্য জাতি বলেই দেশের এত বিশালসংখ্যক মানুষ এত স্বল্প সময়েই ভ্যাকসিন নিয়েছে।’

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল ইসলামসহ অনেকে।