ডিএমপির বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার)। ছবি : ডিএমপি নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণসমূহ অবহিত করতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে গৃহীত কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে ফোর্সদের অবহিত করা হয়।

আজ বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ডিএমপি নিউজের।

বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

তিনি বলেন, ‘পুলিশের চাকরিতে পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। এই দুটি নিয়ম মেনে চলা ছাড়া কেউ উন্নতি করতে পারবে না। তোমাদের মানুষ করার জন্য তোমাদের মা-বাবার যে ত্যাগ যে পরিশ্রম, সেটা নষ্ট করে দিয়ো না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমাদের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। কোনো কিছু পেতে হলে তার জন্য পরিশ্রম করতে হবে এবং সেটা অর্জন করতে হবে। সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই।’

পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার জন্য, আমার মা-বাবার জন্য বা আমার সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালের প্রাপ্যতা সাপেক্ষে যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়। পুলিশের চাকরিতে সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন রকম ভাতা দেওয়া হয়। তোমাদের যাতায়াতের জন্য সরকারের পক্ষ থেকে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। এগুলোর প্রতিদানে আমাদের উন্নত সেবা প্রদানে নিজেকে নিয়োজিত রাখতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশের চাকরিতে কোনো কর্মঘণ্টা নাই। জেনে বুঝেই এই চাকরিতে আসা, পুলিশের চাকরিতে খুব পরিশ্রম করতে হয়।’

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না। মাদক সেবন করে কেউ কখনো জীবনে উন্নতি করতে পারে নাই। পুলিশের সকলের দায়িত্ব যেন কোনো মাদকসেবী আমাদের পাশে থাকতে না পারে।’

সভায় ডিএমপিতে কর্মরত সদস্যরা তাঁদের অসুবিধা ও নানা বিষয়ে কথা বলেন। ছবি : ডিএমপি নিউজ

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারের কাছে তুলে ধরেন। ডিএমপি কমিশনার সবার বক্তব্য শোনেন এবং প্রতিটি সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, বিপিএম (বার)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।