মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

অভিভাবকদের তাঁদের সন্তানদের প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এক অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল উন্মোচনকালে তিনি এই কথা বলেন। খবর বাসসের।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার বাচ্চাদের অন্য ব্যক্তির বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না, বরং তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশ করতে দিন।’

পরীক্ষায় অকৃতকার্য হওয়া সন্তানদের পড়ালেখায় মনোযোগী হতে অভিভাবকদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের তিরস্কার করবেন না, বরং তাদের আরও স্নেহ ও ভালোবাসা দিন; যাতে তারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে।’

শিক্ষা এমন একটি সম্পদ, যা কেড়ে নেওয়া যায় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটা (শিক্ষা) সব সময় প্রয়োজন হবে। তাই শিক্ষার প্রতি আপনাদের (অভিভাবকদের) আরও আন্তরিক হতে হবে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনার সন্তানেরা কোথায় যায় এবং তারা কী করে, সেদিকে মনোযোগ দিন।’

শেখ হাসিনা এবারের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী বছরের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অকৃতকার্য ছাত্রদের বলব, হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষকে বেশি কষ্ট দেয়। বরং, আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও ভালো উপায়ে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে।’

তিনি বলেন, তুমি অকৃতকার্য হয়েছ কিন্তু যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা কোরো, তবে তুমি ভালো ফল পেতে পারো।

অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো ফল করতে পারে, সেদিকে শিক্ষকদের আরও মনোযোগী হতে বলেন মাননীয় প্রধানমন্ত্রী।

পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য দেন।