মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশপ্রধানসহ সংশ্লিষ্টরা। ছবি: হাইওয়ে পুলিশ

একটু সচেতনতাই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এ মতবিনিময় সভা হয়।

সভার শুরুতেই নারায়ণগঞ্জ জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পক্ষ থেকে হাইওয়ে পুলিশপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

হাইওয়ে পুলিশপ্রধান তাঁর বক্তব্যে বলেন, ‘একটু সচেতনতাই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে বড় ভূমিকা রাখতে পারে।’

তিনি মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, ‘মহাসড়কের নিয়মশৃঙ্খলা রক্ষায় চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই গাড়িচালক নিয়োগের ক্ষেত্রে চালকের পূর্ণ সুস্থতা, ড্রাইভিং লাইসেন্স ও তাঁর যোগ্যতা যাচাইপূর্বক নিয়োগ প্রদান করা। অপরদিকে মহাসড়কে গাড়ি বের করার পূর্বে চালকের উচিত গাড়ির ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে কি না তা দেখে নেয়া।’

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।