ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে আজ মঙ্গলবার সকালে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। লাঞ্চবিরতি পর্যন্ত পাকিস্তানের স্কোর ২৪২ রানে চার উইকেট।

বৃষ্টির কারণে গতকাল সোমবার কোনো বল না গড়ালেও আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশি বোলাররা। শুরুতেই তুলে নিয়েছিলেন দুটি উইকেট। তবে লাঞ্চের আগে ফের ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে আজ মাঠে নামে পাকিস্তান। দলীয় ১৯৩ রানের মাথায় ৫৬ রান করা আজহার আলীকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এরপর দলীয় ১৯৭ রানে বাবর আজমকে ফেরান আরেক পেসার খালেদ হোসেন। পাকিস্তান দলপতির সংগ্রহ ৭৬ রান। এরপর জুটি বেঁধেছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের এরই মধ্যে গড়েছেন ৪৫ রানের জুটি।

৪ উইকেটে ২৪২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান। ফাওয়াদ আলম ১৯ ও মোহাম্মদ রিজওয়ান ২৬ রানে ব্যাট করছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছেন বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সূত্র: কালের কণ্ঠ।