ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। ছবি: সংগৃহীত

নিজ মাঠে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট খেলার নজির গড়লেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন।

বৃহস্পতিবার থেকে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এই অনন্য রেকর্ডের মালিক হন পেসার এন্ডারসন। খবর বাসসের।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাটিতে শততম টেস্ট খেলতে নামেন এন্ডারসন। ২০০৩ সালে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে শততম ম্যাচ খেললেন এন্ডারসন।

ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১৯৯০ সালে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ৯৪টি ম্যাচ খেলেছেন তিনি।

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

টেন্ডুলকার-পন্টিংকে টপকে এন্ডারসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়ার দারুণ সুযোগ রয়েছে ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ১৪ বছরের ক্যারিয়ারে ঘরের মাঠে এখন পর্যন্ত ৯১টি টেস্ট খেলেছেন তিনি।