ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ ঘোষণা দেন। খবর কালের কণ্ঠের।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসন দেশের অভ্যন্তরীণ অস্থিরতা কমাতে এবং অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ইচ্ছুক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনগণের নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দেশের মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের জন্য এটি করা দরকার।

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গত সপ্তাহে তাঁর সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া অভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছেন।

গোতাবায়া রাজাপক্ষের মিত্র বিক্রমাসিংহে পূর্ণকালীন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অন্যতম একজন প্রতিযোগী। দেশটির বিক্ষোভকারীরা তাঁকেও ক্ষমতায় দেখতে চান না। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচিত হলে দেশটিতে আরও অস্থিরতার শঙ্কা রয়েছে।