শ্রীমঙ্গলে মন্দির থেকে চুরি হওয়া পণ্য ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা-পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সর্বজনীন দুর্গাবাড়ি মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা-পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ওই মন্দির থেকে ১ নভেম্বর (সোমবার) দিবাগত রাতে একটি পিতলের দুর্গার কলস, একটি পিতলের ঘট, দুটি পিতলের বড় থালা, ১০টি পিতলের ছোট থালা, ১০টি মধু কর্পের কাঁসার বাটি, দুই প্রস্থ ছিপকুশা, একটি পিতলের বড় ও একটি ছোট পুষ্প থালা, একটি পিতলের পানদানা, ১০টি পিতলের জনদান গ্লাসসহ আরও অন্যান্য মালামাল চুরি হয়।

অজ্ঞাতনামা চোরেরা মন্দিরের সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনটিও চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় মামলা করে।

থানা-পুলিশ আরও জানায়, মামলার আট ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গল থানা-পুলিশ অভিযান চালিয়ে এক কিশোর অপরাধীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং জানায়, চোরাই পণ্য তারা একটি দোকানে বিক্রি করেছে। ওই কিশোরের তথ্যের ভিত্তিতে সদর থানার একটি ভাঙারির দোকান থেকে সব পণ্য উদ্ধার করা হয়। চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।