আকবর হোসেন পাঠান ফারুক। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (১৬ মে) বেলা পৌনে ১২টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানায়। খবর বাসসের।

এ সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুণ, জায়েদ খানসহ ঢাকাই সিনেমার কলাকুশলীরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন পর্বে প্রথমে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে কমোডর এম এম নাঈম রহমান নায়ক ফারুকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।