প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর মডেল থানার করিমুল্লারবাগ এলাকায় জেএম আয়রন স্টিল নামের একটি প্রতিষ্ঠানে চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামপুর মডেল থানা-পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া টাকার ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাব্বি হাসান (২৩), মো. আরিফুল ইসলাম (২৬)।

গত ২৮ ফেব্রুয়ারি শ্যামপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় শ্যামপুর মডেল থানাধীন করিমুল্লারবাগ এলাকায় জেএম আয়রন স্টিল নামে একটি প্রতিষ্ঠানের সিন্দুক থেকে ১৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই দিনই শ্যামপুর মডেল থানায় চুরির মামলা হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শ্যামপুর মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১২ লাখ টাকাসহ রাব্বি ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া বাকি টাকা উদ্ধার ও অন্যদের গ্রেপ্তার করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।

তাঁদের শ্যামপুর মডেল থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।