শেরপুর জেলা পুলিশের কার্যালয়ে বৃহস্পতিবার পিআইএমএস-সংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: শেরপুর জেলা পুলিশ

ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের পিআইএমএস-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের নির্দেশে শেরপুর জেলার সব ইউনিটে কর্মরত কম্পিউটার অপারেটরদের নিয়ে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক দিনের পিআইএমএস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ওই কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর ও ফোকাল পয়েন্ট, পিআইএমএস, শেরপুর পিআইএমএস-সংক্রান্ত নতুন সংযোজন ডাক সিসি, প্রস্থান, সাক্ষী, সিসি/প্রস্থান বিজ্ঞ আদালতে সাক্ষী হাজির, সাক্ষী গৃহীত/সাক্ষী গৃহীত হয়নি, ডাকবাহকের হাজির/বাহির, বাংলাদেশ পুলিশের জন্য স্মার্ট আইডি কার্ড, রেশন আপডেট এবং নেটওয়ার্ক/বিদ্যুৎ সমস্যার কারণে অতিবাস নিষ্পত্তিসহ পিআইএমএস-সংক্রান্ত ইত্যাদি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান, পিআইএমএসের সুফল ও যার যার কাজ সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।