শেরপুর জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ।

শেরপুর জেলা পুলিশের আয়োজনে মার্চ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সব পুলিশ সদস্যের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ পুলিশ সুপারের কাছে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত কল্যাণ সভায় উত্থাপিত সমস্যা সমাধানের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), শেরপুর; মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আসা পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।