শেরপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্য কর্মকর্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় এ ব্রিফিং প্যারেডের আয়োজন করে জেলা পুলিশ।

ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে নিয়োজিত হওয়ার আগে সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের অংশগ্রহণে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয়-বর্জনীয়সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

শেরপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্য কর্মকর্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ছবি: বাংলাদেশ পুলিশ

ব্রিফিংয়ে প্যারেডে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অফিসার-ফোর্সরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ