জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকারের হাতে কম্বল তুলে দেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে একটু স্বস্তি দিতে এমন উদ্যোগ নেয় পুনাক।

পুনাক সভানেত্রী সানজিদা হক মৌয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তৃতীয় লিঙ্গের একজন। ছবি : বাংলাদেশ পুলিশ

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহরের নারায়ণপুরে পুলিশ সুপারের বাসভবনে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকারের হাতে কম্বল তুলে দেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। জেলায় বসবাস করা তৃতীয় লিঙ্গের প্রতিটি মানুষকে এই কম্বল উপহার দেওয়া হবে।
পুনাক সভানেত্রী সানজিদা হক মৌয়ের সঙ্গে তৃতীয় লিঙ্গের কয়েকজন। ছবি : বাংলাদেশ পুলিশ

পুনাক সভানেত্রী বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে যে সংবিধান উপহার দিয়েছেন তাতে অনুন্নত সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার কথা উল্লেখ আছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন পুনাক সভানেত্রী।