শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রেস উইংয়ের সৌজন্যে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। খবর জাগো নিউজের।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর দুই কন্যা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তাঁরা। পরে স্বজনদের স্মরণে মোনাজাত করেন শেখ হাসিনা ও শেখ রেহানা।

বনানী কবরস্থানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি: প্রেস উইংয়ের সৌজন্যে

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জন্ম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটে নিহত হন শেখ রাসেল।