সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গ্রেপ্তার দুজন। ছবি: সিএমপি

চট্গ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে শিশু অপহরণের পর খুন করে মরদেহ গুম করার ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন।

শুরুতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নগরীর হালিশহর থানাধীন পানির কল এলাকা থেকে মো. আজম খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এবং মো. মজিবদৌলা হৃদয়সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা গত ২৯ এপ্রিল দুপুর ৩টা ২০ মিনিটে শিশু মো. সফিউল ইসলাম রহিমকে (১১) পটকাবাজি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করেন।

পরে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকানের তৌসিফের নির্মাণাধীন সেমিপাকা কলোনির পূর্ব পাশের শেষ রুমে নিয়ে আটকে রাখা হয় শিশুটিকে। তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা চাওয়া হয়।

শিশুটির অভিভাবক তাতে রাজি না হলে মো. আজম খান ক্ষিপ্ত হয়ে একই তারিখে মজিবদৌলা ওরফে হৃদয়সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিকল্পনা ও প্ররোচনায় হাতে থাকা কাঠের শক্ত বাটাম দিয়ে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে মাথা ও মুখে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তী সময়ে মরদেহ গুম করার উদ্দেশ্য ওই রুমের ওয়াশরুম নির্মাণের স্থানে ইট, বালি দিয়ে পুঁতে রাখেন।