পুলিশের হেফাজতে গ্রেপ্তার ছয় ডাকাত এবং উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম। ছবি: বাংলাদেশ পুলিশ।

মাদারীপুর জেলার শিবচর থানা-পুলিশ অভিযান চালিয়ে দেশীয অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় শিবচর থানার একটি আভিযানিক দল ২৩ জুলাই দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিবচর থানাধীন হাজি মুনছের খাঁ কান্দি এলাকার কাঁঠালবাড়ী ৪ নং ফেরিঘাটের সামনে ডাকাতির প্রস্তুতির সময় ওই ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় আরও চার ডাকাত পালিয়ে যান।

গ্রেপ্তাররা হলেন মাহাবুবুল ইসলাম (৪০), আবুল কালাম কাজী (৩৩), মিরাজ হাওলাদার (৩৬), সুখচাঁন হাওলাদার (১৯), মশিউর বেপারী (৩০) ও আকাশ ওরফে আরিফ হাওলাদার (৩০)।

তাঁদের কাছ ৩ চাকা বিশিষ্ট একটি অটো ভ্যান, দুটি লোহার তৈরি ছোরা, একটি স্টিলের পাতের কুড়াল, একটি লোহার তৈরি ছেনি, একটি এসএস পাইপ, দুটি লোহার রড ও একটি স্টিলের স্লাইড রেঞ্চ।

গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে শিবচর থানায় একটি মামলা হয়েছে।