চাঁদপুরের শাহরাস্তিতে এক রাতে ১২ আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানাপুলিশ। এর মধ্যে নয়জন আদালতের পরোয়ানাভুক্ত ও একজন সাজাপ্রাপ্ত আসামি।

গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে।
এরা হলেন-পৌরসভার কাজিরকাপ গ্রামের কোনার বাড়ীর সফিকুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান, ননজিআর মামলার আসামী সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের মুনছুর আহম্মদের ছেলে দুলাল মিয়া, দুলাল মিয়ার কন্যা লিপি আক্তার, স্ত্রী আম্বিয়া বেগম, মৃত আবুল খায়েরের ছেলে নুর মোহাম্মদ, সিআর মামলার আসামী টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের ছৈয়াল বাড়ির শাখাওয়াত উল্যার স্ত্রী রিনা আক্তার, জিআর মামলার আসামি মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের দুলুর বাড়ির মৃত আ. হকের ছেলে মো. সাহাব উদ্দিন, টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামের শেখ বাড়ির নুরুজ্জামানের ছেলে নবির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের নুরু মাস্টারের বাড়ির তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের মো. স্বপনের স্ত্রী সুমী।
এছাড়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মৃত শফি উল্যাহর ছেলে মো. আবুল হোসেন এবং একই ইউনিয়নের দৈকামতা গ্রামের পাঁচু জমিদার বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে মো. হেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র: চাঁদপুর টাইমস।