জব্দ করা ফেনসিডিল। ছবি: ডিএমপি

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (২১ মে) দিবাগত রাতে আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. হৃদয়, মো. জুয়েল ভূঁইয়া, কালাম, মো. ইব্রাহীম ও মো. ফারুক আহম্মেদ।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী কমিশনার জাবেদ ইকবাল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।