হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাকারবারিদের কাছ থেকে নিয়মিতই সোনা উদ্ধার করছে ঢাকা কাস্টমস। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯টি সোনার বারসহ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী নারীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর মঙ্গলবার সকালে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নারীর নাম শাহানাজ চৌধুরী (৫৫)। তাঁর পাসপোর্ট নম্বর ৬৪৬৪২৭৯২৭।

শাহানাজের কাছ থেকে উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল শাহানাজ চৌধুরী।

তিনি আরও জানান, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে শাহানাজকে আটক করা হয়। তাঁর কাছ থেকে কালো রঙের দুটি বেল্টের ভেতর রক্ষিত ৫৯টি সোনার বার উদ্ধার করা হয়।