পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরের শার্শা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

১৪ সেপ্টেম্বর শার্শা থানা এলাকায় অভিযান ডিউটিকালে গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানা-পুলিশের একটি টিম জানতে পারে, ওই থানাধীন অগ্রভুলট গ্রামের মো. রানা হোসেনের (৩০) বাড়িতে কতিপয় মাদক কারবারি ফেনসিডিল নিয়ে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের টিম ওই বাড়িতে পৌঁছালে ৫/৬ জন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কুদ্দুস (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করিতে সক্ষম হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পরে কুদ্দুসের দেওয়া তথ্যমতে,পলাতক আসামি মো. রানা হোসেনের বসতবাড়ির একটি কক্ষে বাক্সের ভেতর রক্ষিত ১৪টি কার্টন থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার ফেনসিডিলের মূল্য আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা।

পরে উপস্থিত লোকজনের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তার মাদক কারবারি কুদ্দুস (৩২) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।