পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম সদর থানা-পুলিশের অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর থানাধীন ভোগডাঙ্গা ও ঘোগাদহ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আব্দুল বাতেন (৪৮), মো. জাহিদুল ইসলাম (৪০), আবুল হোসেন (৪০), মোস্তাফিজার রহমান (৪৮) ও মো. বদিউজ্জামান (৪৫)।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এজাহারনামীয় ২০ জন এবং অজ্ঞাতপরিচয় কয়েক শ আসামি অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে আসামিরা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত এবং পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওই মামলার আরও ৫ আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।