আর্মেনিয়া ও আজারবাইজানের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান আলোচনার বিষয়ে সম্মত হযেছেন। ছবি: সংগৃহীত

শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান।

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তারা এমন পদক্ষেপ নিচ্ছে।

এই অঞ্চলকে কেন্দ্র করে তাদের ২০২০ সালে যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়। বৃহস্পতিবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। খবর বাসসের।

ইয়ারভানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করতে পররাষ্ট্রমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। বুধবার ব্রাসেলসে ইইউর মধ্যস্থতায় আয়োজিত এক বৈঠক চলাকালে তাঁরা এমন নির্দেশ দেন।