শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। গত বুধবার (১০ আগস্ট) দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। খবর এএফপির।

গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়।

শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষার্থে সঙ্গে অস্ত্র রাখেন।

শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণির আরব রাখালদের ঘোর শত্রুতা রয়েছে। রাখালরা পশু চড়ানোর ফলে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি হওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।