প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরো প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। গতকাল শনিবার এ খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বাসসের।

গত দুই দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে যায়। তীব্র স্রোতে ভেসে গেছে অনেকের ব্যক্তিগত গাড়ি।
আগামী দিনগুলোতেও বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ব্রাজিলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত করেছে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।

আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।

আংরা শহরের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৬৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, শহরটিতে এর আগে এত বৃষ্টিপাত হয়নি।