শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

বুধবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত হয়েছে। এরই অংশ হিসেবে রাজারবাগে অস্থায়ী মুর‍্যাল প্রাঙ্গণে দিবসটি উদযাপন করে বিপিডব্লিউএন।

এ সময় ডিএমপির শতদল মেস বয় ফ্রি স্কুল শিক্ষা কার্যক্রমের আওতাধীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিপিডব্লিউএনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন ও প্রটোকল) আমেনা বেগম বিপিএম, সহসভাপতি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (সিটিটিআই) শামীমা বেগম বিপিএম, পিপিএম, সহসভাপতি ডিআইজি (হাইওয়ে পুলিশ) আতিকা ইসলাম বিপিএম, ডিআইজি (হাইওয়ে পুলিশ) সালমা বেগম পিপিএম, অর্থ সম্পাদক পুলিশ সুপার (টিঅ্যান্ডআইএম, ঢাকা) আসমা বেগম রিটা এবং বিপিডব্লিউএনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতা করেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।