যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে বরিস জনসন পদত্যাগ করার পর নতুন নেতৃত্ব নির্বাচনে দলটির আইনপ্রণেতারা ঋষি সুনাক ও লিজ ট্রাসকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এই দুজনের মধ্য থেকেই একজন দলটির নেতা হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বিবিসি জানায়, ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ আইনপ্রণেতাদের সর্বশেষ ভোটাভুটিতে প্রার্থিতার দৌড় থেকে ছিটকে পড়েন পেনি মর্ডান্ট। যদিও তিনি এর আগ পর্যন্ত দ্বিতীয় অবস্থানে থেকেই চূড়ান্ত ধাপের দিকে অগ্রসর হচ্ছিলেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মর্ডান্ট সর্বশেষ ধাপে ভোট পেয়েছেন ১০৫টি।

প্রতিযোগিতায় টিকে থাকা সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক পেয়েছেন ১৩৭ ভোট। আর দ্বিতীয় অবস্থানে থাকা পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ১১৩ ভোট।

আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হবে। এই সময়ে বরিস জনসন আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পদ ছাড়বেন এবং ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে যাবেন।