পুলিশি হেফাজতে চার আসামি এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশের অভিযানে দুটি এলজি, ২৩টি কার্তুজ, একটি গুলি, রিভলভারের ৯১টি গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) রাতে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নাথপাড়ার একটি বাড়ি থেকে অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন লোহাগাড়া থানা এলাকার বিশ্বজিৎ নাথ শিবু (৪৩), রাজিব নাথ (৩০), পাঁচলাইশ থানা এলাকার অভিরাম নাথ (৩১) এবং কক্সবাজারের চকরিয়া থানা এলাকার শংকর নাথ (৪৩)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার উদ্দেশ্যে ঘটনাস্থলে অস্ত্র ও গুলি মজুত রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র, গুলিসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী তপন নাথের লোকদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ও গুলি মজুত করেছেন।

ওসি আরও জানান, ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।