মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জোর দিয়ে বলেছেন, ‌’লিবিয়ায় আটক বাংলাদেশিদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।’

ভূমধ্যসাগর উপকূল থেকে লিবিয়ার পুলিশ গত কয়েক দিনে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে বলে খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা ‘অবশ্যই নেওয়া হবে’। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতিনিধির সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে আব্দুল মোমেন বলেন, ‘তিনি বলেছেন, যাঁদেরকে ফিরিয়ে আনা হয়, তাঁদের অনেকে আবারও অবৈধভাবে সেখানে যান। এটা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। একটু কমেছে অবশ্য। আমার মনে হয়, আপনারা সচেতনতা তৈরি করেন। বিদেশে গিয়ে কী কষ্টটা করে! গতকালও শুনেছি, এখনো যথেষ্ট লোক আটক আছে।’