সেমিনারে বক্তব্য দেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা। ছবি : কেএমপি

খুলনায় জঙ্গিবাদ, মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আয়োজনে এই সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা। আরও উপস্থিত ছিলেন—সদস্য (প্রশাসন ও অর্থ) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও চেয়ারম্যান, জাতীয় মহিলা বিষয়ক সংস্থা, খুলনা রুনু ইকবাল বিথার এবং প্রবন্ধ উপস্থাপনা করেন খুলনার এনইউবিটির রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।

সেমিনারের সভাপতিত্ব করেন এনইউবিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ টি এম জহির উদ্দিন।

এনইউবিটির শিক্ষার্থীসহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিত্ব সেমিনারে উপস্থিত ছিলেন।