র‍্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম-সেবা। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম-সেবা।

র‍্যাবের বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএমের কাছ থেকে আজ বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন বলে প্রথম আলোর খবরে জানানো হয়।

এর আগে গত সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে সংবর্ধনা দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

আজ থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হয়।
এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম সুদীর্ঘ ৩৩ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে মঙ্গলবার অবসরে যান। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ।

দায়িত্ব নেওয়ার পর আজ সকালে র‍্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন।