এপিবিএনের হেফাজতে পাঁচ আসামি। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) ভোরের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নুর হোসেন (৩৮), আলী হোসেন (২২), নুর কাদের (২৩), মো. হাসান (২৫) ও মো. সৈয়দ (২৬)। আসামিদের প্রত্যেকেই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের অন্য সহযোগীরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ সময় গ্রেপ্তার আসামিদের তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি লোহার রড, তিনটি দা এবং ১ হাজার ৫৯৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।