কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার অপরাধীদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে অপারেশন রুট আউট নামের বিশেষ অভিযান পরিচালনা করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এ সময় বিভিন্ন অপরাধে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

এফডিএমএন ক্যাম্প এলাকায় ২৮ অক্টোবর (শুক্রবার) প্রথম প্রহর থেকে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টা এই অভিযান চালায় ৮ এপিবিএন। এতে ৮ ও ১৪ এপিবিএন এবং জেলা পুলিশ অংশ নেয়। সহযোগিতা দেয় ১৬ এপিবিএন। ক্যাম্প-১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে এই চিরুনি অভিযান চলে। এ সময় কোনো দুষ্কৃতকারী যাতে ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সে জন্য ক্যাম্পের সীমানায় জেলা পুলিশ পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার অপরাধীদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, অভিযানে ৮ এপিবিএন তাঁর দায়িত্বাধীন রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন হত্যা মামলার আসামি। মাদকসহ আটক করা হয় তিনজনকে। অন্যান্য মামলার আসামি চারজন। আটকদের মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয় ২৮ জনকে।