রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় ইইউর প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএন সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধিদল।

রোববার বেলা ৩টা ৫ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত দলটি ১৪ এপিবিএনের আওতাধীন ক্যাম্প-২/ইস্ট ব্লক: ডি সাব ব্লক: ডি৪ ডি৬-এ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের একটি শিক্ষা প্রকল্প কেন্দ্র পরিদর্শন করে।
কিশোর-কিশোরীদের শিক্ষণ এ প্রকল্পের আওতায় দুটি কর্মসূচির নাম ‘অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ লার্নিং প্রোগ্রাম ফর বয়েজ’ এবং ‘অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ লার্নিং প্রোগ্রাম ফর গার্লস’।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন বার্নড স্পেনিয়ার, অ্যানা ওরলান্ডিনি ও লিজ টোনেলি।

ওই সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প ও ক্যাম্প ২/ইস্ট-এর সিআইসি সায়েদ ইকবাল উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের টহল পার্টি সার্বক্ষণিক নিয়োজিত ছিল।