পর্তুগাল ও নাইজেরিয়ার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল শুরুর প্রস্তুতিটা দারুণ হলো পর্তুগালের।

টুর্নামেন্টের আগে আজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই পর্তুগাল ৪-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। খবর বাসসের।

পর্তুগালের জয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। একটি করে গোল করেন গনসালো রামোস ও হোয়াও মারিও।

পেটের পীড়ার কারণে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে ম্যাচে রোনালদোর অভাব টের পেতে দেননি দলের সতীর্থরা।

৯ মিনিটে ম্যাচের প্রথম গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ফার্নান্দেস। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস।

প্রস্তুতি ম্যাচ বলে দ্বিতীয়ার্ধে ছয়টি পরিবর্তন আনেন কোচ ফার্নান্দো সান্তোস। বদলি হিসেবে নেমেই গোল পেয়ে যান রামোস। শেষ ১০ মিনিটে পর্তুগালের হয়ে গোল করেন রামোস ও মারিও। শেষ পর্যন্ত এক হালি গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।