সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সিএমপি

‘এই সময়ে’ নামে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

তানজিনা পৃথার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে লাইভে যুক্ত ছিলেন সিএমপি কমিশনার।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি পাসপোর্ট আবেদনের পুলিশি তদন্তে নাগরিকদের হয়রানি রোধে সিএমপি কর্তৃক ইতোমধ্যে গৃহীত যুগান্তকারী ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতকল্পে নাগরিকদের কাছে প্রেরিত খুদেবার্তার বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া সিএমপি কমিশনার মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে এ ব্যাপারে নিজের কঠোর অবস্থানের বিষয়টি ব্যাখ্যা করেন।

অপরাধভীতি দূর করার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে পুলিশভীতি দূর করার যে নিরন্তর চেষ্টা তিনি করে চলেছেন, সেই বিষয়েও আলোকপাত করেন।