জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা রুশ দূতাবাসের কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। ছবি: সংগৃহীত

বার্লিনে রাশিয়ার দূতাবাসের উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফোকাস অনলাইন পোর্টালে বলা হয়, ৪০ জন দূতাবাস কর্মীর ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাসসের।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার বলা হয়, ‘রুশ দূতাবাসে কর্মরত অনেক কর্মচারী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং দিনের পর দিন সমাজের একত্রীকরণের বিরুদ্ধে কাজ করায় তাদের “অগ্রহণযোগ্য” ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল সরকার। রাশিয়ার রাষ্ট্রদূতকে এ বিষয় অবহিত করা হয়েছে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা আরও কঠোর করব, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতি সহায়তা বৃদ্ধি করব এবং ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করব।’