ইইউর সদর দপ্তর। ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার কয়লা এবং ইইউ ব্লকের বন্দরগুলোতে রাশিয়ার জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কাউন্সিলের ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম দফার এই নিষেধাজ্ঞাগুলো ‘খুবই গুরুত্বপূর্ণ’। খবর বাসসের।

এই নিষেধাজ্ঞা প্যাকেজের মধ্যে উচ্চ প্রযুক্তির পণ্যসহ রাশিয়ার ১০ বিলিয়ন ইউরো রপ্তানির ওপর কার্যকর হবে এবং অনেকগুলোতে রুশ ব্যাংকের সম্পদ ফ্রিজিং হবে।

নিষেধাজ্ঞা ছাড়াও ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ৫০০ মিলিয়ন ইউরো অর্থায়নের প্রস্তাব সমর্থন করেছে। এতে ইউক্রেনে মোট বরাদ্দ দাঁড়াবে ১৫০ কোটি ইউরোতে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল টুইটারে বলেছেন, প্যাকেজটি দ্রুত অনুমোদন করা হবে।