ছবি : সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে ছয়জন উদ্ধারকারী রয়েছেন। খবর সমকালের।

প্রতিবেদনে বলা হয়, কেমেরোভো এলাকায় অবস্থিত কয়লাখনিটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গুঁড়ায় আগুন ধরে যায়। এতে খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ১১ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় খনিতে ২৮৫ জন কর্মী ছিলেন। তাঁদের বেশির ভাগই ঘটনার পর খনি থেকে বেরিয়ে আসতে পারেন। তবে অনেকে আটকা পড়েন। তাঁদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন উদ্ধারকারীরা। অভিযান চালাতে গিয়ে কয়েকজন উদ্ধারকারীও আটকা পড়েন। খনিতে বিপুল পরিমাণে বিপজ্জনক মিথেন শনাক্ত হওয়ার পর অভিযান স্থগিত করা হয়।

রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে জানায়, খনিতে আটকে পড়াদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তাঁদের মধ্যে ছয় উদ্ধারকারী রয়েছেন।