সিরিয়ার সেনাবাহিনীর একটি বাসে হামলা করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের যোদ্ধারা। এতে অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষক দলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতকাল বৃহস্পতিবার দেইর এজোর প্রদেশে আইএস গোষ্ঠীর সদস্যরা সিরীয় সেনাদের একটি বাস লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ হামলায় ২৩ জন সেনা নিহত ও ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর বেশ কয়েকজন সৈন্য নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

চরমপন্থী গোষ্ঠী আইএস ২০১৯ সালে সিরিয়ায় তাদের শেষ ভূখণ্ড হারায়। এরপর তারা সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে গোপনে আস্তানা গড়ে তোলে এবং হামলা চালাতে থাকে।

গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে আইএস গোষ্ঠীর হামলা বেড়েছে। গত মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাকা প্রদেশে আইএসের হামলায় দশ সিরীয় সৈন্য ও সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।