ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ উঠছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমার দেশে গণহত্যা চালিয়েছে রাশিয়া।’

সিবিএসের ফেস দ্য নেশন প্রোগ্রামে যোগ দিয়ে এই অভিযোগ করেন জেলেনস্কি। খবর যুগান্তরের।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইউক্রেনের নাগরিক। রাশিয়ান ফেডারেশনের নীতিতে আমরা চলব না। এ কারণেই আমাদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।’

রাশিয়ার কর্মকাণ্ড গণহত্যা কি না, উত্তর জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে, এটি গণহত্যা। এটি পুরো জাতি ও জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের দেশে এক শর বেশি জাতির বসবাস।

২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে।