ইউক্রেনের ইজিয়াম নগরীসহ পূর্বাঞ্চলের আরও কিছু গ্রাম ও শহর পুনর্দখলের দাবি করেছে কিয়েভ। এরপরই ১১ সেপ্টেম্বর (রোববার) দেশটি তার পূর্বাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে।

এদিকে, ইউক্রেনের পরমাণু শক্তি সংস্থা ইতিমধ্যে নিরাপত্তার কারণে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের মূল রিঅ্যাক্টরটি বন্ধ রয়েছে বলে জানায়। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং একে ঘিরেই এখন উভয় পক্ষের লড়াই চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, স্টেশনের কাছে ইউক্রেনীয় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এদিকে, ১১ সেপ্টেম্বর ইউক্রেনের পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। এ জন্য ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে দায়ী করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বেসামরিক স্থাপনার ওপর মস্কো ব্যাপকভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সামরিক স্থাপনা নয়, বেসামরিক স্থাপনা টার্গেট করা হচ্ছে।