রামগড়ে বৃহস্পতিবার ঈদসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ির এসপি মুক্তা ধর। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে তৃতীয় লিঙ্গের মানুষ ও উপজেলায় বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ঈদসামগ্রী ও ইফতার বিতরণ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর।

রামগড় থানা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বিকেলে এ ঈদসামগ্রী বিতরণ করা হয় বলে দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে আরও জানানো হয়, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাসের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির এসপি মুক্তা ধর। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন, রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলামসহ অনেকে।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘ঈদ আনন্দ থেকে কোনো মানুষই যেন বাদ না পড়ে, সে চিন্তা করেই জেলা পুলিশের পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়। সবার ঈদ সুষ্ঠু ও সুন্দরভাবে কাটুক, এ প্রত‍্যাশা করি ও সকলের সুস্থতা কামনা করছি।’