যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলের কাছে ভিড় জমান স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত।

ভারতের রাজস্থানে একটি বাড়ির ওপর দেশটির বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। নিহতরা সবাই নারী এবং ওই বাড়ির বাসিন্দা।

কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। কারণ, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দেন।

এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কয়েক দিন আগে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন। সূত্র: জাগো নিউজ।